প্লাজমামেমব্রেন ও সাইটোপ্লাজম

একটি নির্জীব, দৃঢ়, ভেদ্য আবরণ উদ্ভিদ কোষে থাকে। একটি সজীব, স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য আবরণ সকল জীব কোষে থাকে।

Din B 22
প্লাজমামেমব্রেন ও সাইটোপ্লাজম টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

প্রতিটি কোষে লিপিড ও প্রোটিন নির্মিত একটি বিশেষ সজীব দ্বিস্তরী গঠন থাকে যাতে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট দেখা যায়। উক্ত গঠন দ্বারা কোষের প্রায় সকল অঙ্গাণু আবৃত থাকলেও প্রোটিন তৈরির অঙ্গাণু আবৃত থাকে না।

উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের পর্যবেক্ষণের সময় একজন ছাত্র উভয় কোষে একটি সজীব ঝিল্লি দেখল।

উদ্দীপকের কোষঝিল্লির প্রধান গাঠনিক উপাদান কোনটি?

কোন বিজ্ঞানী "সাইটোসল” শব্দটি প্রথম ব্যবহার করেন?

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক যখন কোষ সম্পর্কে আলোচনা করছিলেন তখন উল্লেখ করেছিলেন যে, কোষের প্রোটোপ্লাস্ট একটি বৈষম্যভেদ্য আবরণ দ্বারা আবৃত থাকে, উদ্ভিদ কোষে যার বাইরে জড় বস্তুর আরেকটি শক্ত আবরণ থাকে। বিজ্ঞানীরা বৈষম্যভেদ্য এ স্তরের গঠনের জন্য বিভিন্ন মডেল প্রস্তাব করেন।