বুলেটের তক্তা ভেদ সংক্রান্ত
একটি রাইফেলের গুলি প্রতিটি 5cm পুরুত্বের দুইটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোন একটি দেয়ালের মধ্যে 20cm ভেদ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে সংযুক্ত করা থাকে?
যেহেতু গুলিটি পুরুত্বের দুটি তক্তা ভেদ করতে পারে। সুতরাং একটি তক্তা ভেদ করলে এর গতিশক্তি অর্ধেক হয়। যদি গুলির বেগ হয় এবং একটি তক্তা ভেদ করলে বেগ হয়।
এখন গুলিটি দেয়ালে প্রবেশ করতে পারে।
এখন, দেয়ালের সামনে একটি তক্তা রাখলে,
একটি রাইফেলের বৃহত্তম পাল্লা 1000 মিটার। একই প্রক্ষেপ কোণে ঘন্টায় 24.5 কি. মি. বেগে চলন্ত কোন বাস হতে ঐ রাইফেল দ্বারা একই বেগে গুলি করা হলে দেখাও যে, তার পাল্লা আর ও 97 2/9 মিটার বৃদ্ধি পাবে।
একটি বুলেট কোন দেওয়ালে 6cm ঢুকার পর 60% বেগ হারায়। বুলেটটি দেওয়ালের ভিতর আর কতটুকু প্রবেশ করবে?
একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 3 সে.মি. প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। বুলেটটি দেওয়ালের ভিতর আর কত সে.মি. দূরে প্রবেশ করবে?
একটি বুলেট 8cm/s বেগে দেয়ালে আঘাত করে 4cm ঢুকবার পর বেগ অর্ধেক হারায়।
বুলেটটি দেয়ালের মধ্যে আর কতটুকু ঢুকবে?