গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত
একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল। 9 cm ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কতদূর ভেদ করবে?
মনে করি, u বেগে তীরটি মাটিতে আঘাত করে।প্রশ্নমতে 9 cm প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায় u/2 এবং মন্দন f এর সৃষ্টি হয়।তাহলে
ধরি, তীরটিরমবেগ শূন্য না হওয়া পর্যন্ত আরো s দূরত্ব অতিক্রম করে-
0 ²=
বা,0=
বা,s=3 cm
Shortcut:
x মিটার ভেদ করার পর বেগ অর্ধেক হয়ে গেলে, গুলিটি আরও মি. যায়।
গুলিটি যাবে। [শুধুমাত্র বেগ অর্ধেক হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য]
উদ্দীপক-১ : একখানা রেলগাড়ি A স্টেশন হতে ছেড়ে D স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যাত্রাপথের প্রথম অংশ সমত্বরণে, শেষ CD অংশ সমমন্দনে এবং অবশিষ্ট BC অংশ সমবেগে চলে।
উদ্দীপক-২ : u বেগে এবং কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকটির কোনো নির্দিষ্ট সময় অন্তে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব x এবং উলম্ব উচ্চতা y l
একটি গাড়ি সমত্বরণ (uniform accoloration) এ 30 km/hour আদি বেগে 100km পথ অতিক্রম করে 50km/ hour চুড়ান্ত বেগ প্রাপ্ত হয়। গাড়ীটির ত্বরণ (acceleration) কত?
একটি কণা স্থিরবস্থা হতে সমত্বরণে ১ম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। পরবর্তী সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত?
উদ্দীপকের ক্ষেত্রে -
বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব 0 একক
বস্তুকণাটির ত্বরণ 1 একক
1 একক সময়ে বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব 4 একক
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?