একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য

একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে—

মাজেদা বেগম ম্যাম

একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

১। সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত।

২ । বহিঃত্বকে কিউটিকল উপস্থিত।

৩। অধঃত্বক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত।

৪। ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো।

৫। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত।

৬। জাইলেম Y বা V আকৃতিবিশিষ্ট।

৭। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বন্ধ (জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম নেই) প্রকৃতির।

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও