ভাস্কুলার বান্ডল
একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য কোন তথ্যটি সঠিক নয়?
একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ
i. ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী রোম আছে।
ii.অধঃত্বক অনুপস্থিত।
iii. কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়।
iv . পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত।
v. ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত।
vi. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।
vii. জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬ এর অধিক। (দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত ২-৪টি)।
viii. মজ্জা বৃহৎ।।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কিছু টিস্যু অপেক্ষাকৃত ছোট ও সমব্যাসীয় এবং নিউক্লিয়াস আকারে বড়। আবার কিছু টিস্যু জাইলেম ও ফ্লোয়েম সমন্বয়ে গঠিত।
একবীজপত্রী উদ্ভিদকাণ্ডের ভাস্কুলার বান্ডল হলো-

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
এন্ডোডার্মিসের ঠিক নিচে অবস্থিত এক বা একাধিক স্তর নিয়ে গঠিত একটি টিস্যু। এটি প্যারেকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত।
উদ্দীপকে উল্লিখিত টিস্যুটির নাম কী?