একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য
একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ। 1. ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী রোম আছে।
ii. অধঃত্বক অনুপস্থিত।
iii. কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়।
iv. পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত।
v. ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত।
vi. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। vii. জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬ এর অধিক। (দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত ২-৪টি)।
viii. মজ্জা বৃহৎ।
একবীজপত্রী উদ্ভিদের মূলে বিদ্যমান
i. বহিঃত্বকে কিউটিকল অনুপস্থিত
ii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়
iii. ভাস্কুলার বান্ডল অরীয়
নিচের কোনটি সঠিক?
ভাস্কুলার বান্ডল ৬ এর অধিক কোনটিতে?
দ্বিবীজপত্রীর কান্ডে ভাস্কুলার বান্ডল হয়-
একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য—
বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
পরিবহন টিস্যু বিক্ষিপ্তভাবে থাকে
নিচের কোনটি সঠিক?