মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য

'একাত্তরের বর্ণমালা' বইটির রচয়িতা কে?

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতার

কেন্দ্রের চরমপত্রের পরিচালক , লেখক ও কথক এম.আর আখতার মুকুল।

তাঁর এ 'চরমপত্র' অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেব ব্যাপক সাহস, উৎসাহ -

উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলার ইতিহাস ১৯৮৯ সালে

প্রকাশিত ' একাত্তরের বর্ণমালা'য় গ্রোথিত করেছেন

মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question