হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
একাদশ শ্রেণির ছাত্রী মেধা জীববিজ্ঞান ক্লাসে দ্বিস্তরী শান্ত স্বভাবের একটি প্রাণী সম্পর্কে জানতে পারল যে, এরা কলা সংগঠন মাত্রার হলেও এদের দেহে উন্নত প্রাণীদের ন্যায় শ্রম বন্টন আছে। সে আরো জানতে পারলো এরা শৈবালের সাথে মিথোজীবিতা প্রদর্শন করে।
একটি দ্বিস্তরী প্রাণীর বহিঃত্বকে এক ধরনের কোষ রয়েছে। এটি প্রশ্নটিকে শিকার, আশ্রয় এবং চলনে সাহায্য করে। একটি সবুজ শৈবালও এর গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়।
পুনরুৎপত্তি ক্ষমতাসম্পন্ন একটি প্রাণী শুঁয়োপোকার মতো ধীরগতিতে চলে, আবার প্রয়োজনে ডিগবাজিও খায়। প্রাণীটি উদ্ভিদের সাথে নিবিড় সম্পর্ক রাখে।
প্রাণিজগতে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে আক্রমণাত্মক কোষ বিদ্যমান। আবার এ প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে।