মাইটোসিস ও এর ধাপ
এক ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং অন্য ধরনের কোষ বিভাজনে উৎপাদিত অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নেমে আসে। তাদের মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে।
কোষচক্র কী?
ক্রসিং ওভার বলতে কী বোঝ?
উল্লিখিত প্রথম কোষ বিভাজনের শেষের তিনটি ধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো
উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের কোষ বিভাজনই উদ্ভিদ জীবনের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?
সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস না হলে কি ঘটে? উদাহরণ দাও?
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?