ক্রিয়ার কাল

“এখন যাও, কাল এসো।’’- এ বাক্যে যাও ও এসো ক্রিয়াপদ দুটির কাল-

অনুজ্ঞা বর্তমান:যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুরােধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে। যেমন:বাড়ির কাজ কর,সকলের মঙ্গল হােক।

ভবিষ্যৎ অনুজ্ঞা:যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের আদেশ, অনুমতি, অনুরােধ, প্রার্থনা, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে।যেমন: আমার কাজটি করিও ।

ক্রিয়ার কাল টপিকের ওপরে পরীক্ষা দাও