ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA

এনজাইমের কাঠামো দান করে কোন RNA?

মাইনর RNA বা miRNA (Minor RNA):

সাইটোপ্লাজমীয় RNA ও নিউক্লীয় RNA নামে কিছু ক্ষুদ্র RNA রয়েছে যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে। এরা মাইনর RNA হিসেবে পরিচিত। এর অপর নাম- নিউক্লীয় RNA/Guide RNA/রাইবোজাইম।

কাজ: বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করা।

ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA টপিকের ওপরে পরীক্ষা দাও