বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ

এন্ডোস্টাইল কোনটির সমসংস্থ অঙ্গ? 

আলীম স্যার

এন্ডোস্টাইলের সমসংস্থ অঙ্গ হলো থাইরয়েড গ্রন্থি। কর্ডাটা গলবিলের নিচে এন্ডোস্টাইল (endostyle) নামক অঙ্গ থাকে। এটি পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় ।

বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“

একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।

জীববিজ্ঞানের ইতিহাসে দু'জন বিজ্ঞানীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। একজন বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন এবং অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন।

লিমা চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ ও ডাইনোসর এর ছবি দেখে ভিতরে প্রবেশ করল। সে চিড়িয়াখানায় লম্বা গলাবিশিষ্ট জীবন্ত জিরাফ দেখলেও ডাইনোসর দেখতে পেল না।