ক্রিয়ার কাল

এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।' বাক্যটি কোন কালের?

DU-C 99-00

ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন :এতক্ষণ আমি অঙ্ক করেছি।

নিত্যবৃত্ত বর্তমান: যে ক্রিয়ার কাজ বর্তমান কালে সাধারণভাবে ঘটে তাকে নিত্যবৃত্ত বর্তমান বলে ।যেমন: সকালে সূর্য উঠে ।

সাধারণ বর্তমান : যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন:সূর্য পূর্ব দিকে ওঠে,আমি বাজারে যাই।

সাধারণ অতীত : অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বােঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে। যেমন – তারা সেখানে বেড়াতে গেল।

ক্রিয়ার কাল টপিকের ওপরে পরীক্ষা দাও