নভেম্বর ২০২৩

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB)বর্তমান সদস্য কত?

AIIB-Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ২৪ অক্টোবর ২০১৪ গঠিত হয়।

- ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।

- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

- এর সদরদপ্তর চীনের বেইজিং এ অবস্থিত।

- বর্তমান সদস্য সংখ্যা ১০৯টি।

- এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।

[তথ্যসূত্র: AIIB অফিশিয়াল ওয়েবসাইট]

নভেম্বর ২০২৩ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question