ঐকতান
ঐকতান কবিতায় অনাগত কবি কাদের?
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির বাণী-লাগি কান পেতে আছি।
এসো কবি অখ্যাতজনের
নির্বাক মনের।
মর্মের বেদনা যত করিয়া উদ্ধার -
প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার,
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
রসে পূর্ণ করি দাও তুমি।
হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ,
মোর উঠিয়াছে গেয়ে প্রকাণ্ড উল্লাস ভরে,
ইচ্ছা করিয়াছে সবলে আঁকড়ি ধরি
এ বক্ষের কাছে সমুদ্র মেখলা পরা তব কটিদেশ;
প্রভাত রৌদ্রের মতো অনন্ত অশেষ ব্যপ্ত হয়ে
দিকে দিকে অরণ্যে ভূধরে কম্পমান পল্লবের হিল্লোলের পরে
করি নৃত্য সারাবেলা;
নমি আমি প্রতিজনে,
আদ্বিজ-চণ্ডাল, প্রভু, ক্রীতদাস!
সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;
মগ্রে প্রকাশ!
নমি কৃষি-তন্তুজীবী,
স্থপতি, তক্ষক কর্ম, চর্মকার!
কবি সর্বত্র প্রবেশের দ্বার পাননি কেন?
'ভোরের পাখি' কার ছদ্মনাম?