ঐতিহাসিক ‘ছয়দফা দাবিতে’ কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
ঐতিহাসিক ৬ দফা দাবি
১ম দফাঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
২য় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
৩য় দফাঃ মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা।
৪র্থ দফাঃ কর বা রাজস্ব বিষয়ক ক্ষমতা।
৫ম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
৬ষ্ঠ দফাঃ আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা।