১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল
ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত ?
উত্তরঃপানি গাহ (Water Bath) : পানি গাহ বা ওয়াটার বাথ হলো তাপ দেয়ার যন্ত্র, যার কনটেইনারটি উত্তপ্ত পানি দ্বারা পূর্ণ থাকে। সাধারণত দীর্ঘসময় ধরে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া ঘটানোর জন্য এটি ব্যবহৃত হয়। প্রতিটি পানি গাহে তাপমাত্রা নিয়ন্ত্রণের পূর্ণ ব্যবস্থা থাকে। প্রত্যাশিত তাপমাত্রা সেট করার জন্য এটি ডিজিটাল বা এনালগ পদ্ধতির হতে পারে। সব ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99°C পর্যন্ত হয়ে থাকে। যন্ত্রের গায়ে একটি নির্দেশক বাল্ব থাকে যার সাহায্যে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
নিচের কোনটি 4 ডিজিট ব্যালেন্সের মাপ?
নিচের কোনটি ল্যাবরেটরিতে যন্ত্রপাতি পরিষ্কারকরণে ব্যবহৃত হয়?
একজন শিক্ষার্থী ল্যাবরেটরীতে কাজ করার সময় গাঢ় তার হাতে পড়ে গেল। ল্যাবশিক্ষক তার হাতে মাত্রার দ্রবণ দিয়ে কয়েকবার ধুয়ে দিলেন এবং পরবর্তীতে ডাক্তারের কাছে পাঠালেন।
এসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ তার হাতে পড়ত, তবে ল্যাবশিক্ষক কোনটি ব্যবহার করতেন?
নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়?