লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা

কত নম্বর ফ্যাক্টরের অভাবে ক্লাসিক হিমোফিলিয়া হয়?

মানবদেহে রক্ত তঞ্চনের জন্য রক্তরস ও অনুচক্রিকায় কতগুলো ক্লটিং ফ্যাক্টর বিদ্যমান। এর মধ্যে অন্যতম হলো ফ্যাক্টর VIII। এটি প্লাজমায় বিদ্যমান।VIII এর অভাবে হয় ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A। আবার IX এর অভাবে হয় খ্রিস্টমাস হিমোফিলিয়া বা হিমোফিলিয়া B।

লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা টপিকের ওপরে পরীক্ষা দাও