কপিলদাস মুর্মুর শেষ কাজ
কপিলদাস কোথায় ভারি। সুখে বিচরণ করে?
অতীত স্মৃতিতে
পথে-পথে
নদীর কূলে
টাঙনের পাশে
কপিলদাস বর্তমানে বয়সের ভারে ঝিমিয়ে পড়লেও অতীতে ছিল তাঁর অনেক মজার স্মৃতি। শিকারের স্মৃতি, পাদ্রির সাথে মজা করা, কৃষকদের ধান বিলিয়ে দেওয়া ইত্যাদি। তাই মাঝে মাঝেই সেসব স্মৃতি সে রোমাস্থন করে।
শলাপরামর্শের জন্য সবাই কোথায় এসে দাঁড়িয়েছে?
আজকাল কে ফার্মের গোরু চরায়?
আধিয়ার জোতদারের মাঝখানে কী পড়ে গিয়েছিল?
'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কী প্রকাশিত হয়েছে?