বাংলা

কব্জির গোড়ার দিকের অস্থি কোনটি?

; গোড়ার দিকের অস্থিগুলো হল- স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম।

কার্পাল অস্থি (Carpal Bones) : দুসারিতে ৪টি করে মোট ৮টি ছোট ছোট বিভিন্ন আকৃতির কার্পাল (carpal) অস্থিতে কজি গঠিত। গোড়ার দিকের সারিতে থাকে স্ক্যাফয়েড (নেভিকুলার), লুনেট, ট্রাইকুয়েট্রোল ও পিসিফর্ম অস্থি, এবং প্রান্তের দিকে থাকে ট্র্যাপেজিয়াম, ট্য্যাপেজয়েড, ক্যাপিটেট ও হ্যামেট অস্থি।

বাংলা টপিকের ওপরে পরীক্ষা দাও