বাংলা
কব্জির গোড়ার দিকের অস্থি কোনটি?
; গোড়ার দিকের অস্থিগুলো হল- স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম।
কার্পাল অস্থি (Carpal Bones) : দুসারিতে ৪টি করে মোট ৮টি ছোট ছোট বিভিন্ন আকৃতির কার্পাল (carpal) অস্থিতে কজি গঠিত। গোড়ার দিকের সারিতে থাকে স্ক্যাফয়েড (নেভিকুলার), লুনেট, ট্রাইকুয়েট্রোল ও পিসিফর্ম অস্থি, এবং প্রান্তের দিকে থাকে ট্র্যাপেজিয়াম, ট্য্যাপেজয়েড, ক্যাপিটেট ও হ্যামেট অস্থি।
অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্জিতি (০১-০১-১৩) ১,১০০ টাকা, প্রদেয় বাট্টা সঞ্চিতি (০১-০১-১৩) ১০০ টাকা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা (৩১-১২-১৩) ৫০০ টাকা, বিবিধ দেনাদার (৩১-১২-১৩) ১৪,০০০ টাকা, যার ওপর ৬% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি এবং ৩% হারে প্রদেয় বাট্টা সঞ্চিতি রাখতে হবে। অনাদায়ী ও সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জের কত?
Where is Kaptai lake situated?
নিম্মের কোনটি লববাক্ততা সহিষ্ণু জিন?