অ্যান্টিবডি ও টিকা

কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত?

২০ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত একটি গ্রুপকেই আমরা বলছি কমপ্লিমেন্ট সিস্টেম। এদের বৈশিষ্ট্য একটু অদ্ভুত। এরা নিজেরা কোনো কাজ করে না, কিন্তু অপরের কাজে সাহায্য করতে খুব ভালবাসে। অর্থাৎ, এরা সরাসরি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না। কিন্তু স্পেসিফিক ও নন- স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে থাকে।কমপ্লিমেন্টের কাজ হল শত্রুকে চিনিয়ে দেওয়া। এরা অণুজীবের গায়ে আটকে গিয়ে তাদের ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত করে দেয়। ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল তখন দ্রুত লেসব কোষ ধ্বংস করতে পারে। এভাবে এরা ফ্যাগোসাইটোসিস ও প্রদাহ সৃষ্টিতে সাহায্য করে।

অ্যান্টিবডি ও টিকা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

জন্মের পর বিভিন্ন রোগের টিকার জন্য যেমন আমাদের দেহে এক ধরনের অনাক্রম্যতার সৃষ্টি হয়; তেমনি জন্মের সময়ও আমাদের দেহে প্রাকৃতিকভাবে এক ধরনের অনাক্রম্যতা সৃষ্টি হয়।

'A' ব্লাডগ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে।

ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, "এটি অনুজীব ঘটিত রোগ কিন্তু সংক্রামক নয় । "

★বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে?

i.ভ্যাকসিন নেয়া

ii.বায়ু দূষণ থেকে দূরে থাকা

iii.অ্যান্টিবায়োটিক ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?


শ্রেণিকক্ষে শিক্ষক বললেন আমাদের দেহে এক ধরনের বিশেষ প্রোটিন অণু তৈরি হয় যা আমাদের ইমিউন সিস্টেমকে সচল রাখে। যা জীবাণুর আক্রমণ হতে প্রতিরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন যে, টিকাদান কর্মসূচীর কোন বিকল্প নেই একটি রোগমুক্ত দেশ গড়তে।