মানবদেহের সহজাত ও অর্জিত প্রতিরক্ষা
কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয়কারী অ্যান্টিবডি -
দেহের মোট Ig-এর ৫-১০% IgM। রক্তের ABO গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের। IgM পাওয়া যায় রক্ত ও লসিকায়। এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং বহিরাগত কোষকে পরস্পরের সঙ্গে আসঞ্জিত করে দেয়। অধিকাংশ ব্যাকটেরিয়া ও কিছু ভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউন সাড়া দেয়ার ক্ষেত্রে IgG ও IgM একত্রে কাজ করে ।
রক্তের ABO গ্রুপের সাথে জড়িত অ্যান্টিবডি হলো IgM.