জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ

করিম পরীক্ষাগারে 1m দৈর্ঘ্য ও 2kg ভরের একটি সরু ও সুষম দন্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে এবং পরবর্তীতে ওই একই দন্ডের প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করলেন।

প্রথম ক্ষেত্রে দন্ডটির জড়তার ভ্রামক কোনটি?

ইসহাক স্যার

I=112ml2=112×2×12=0.167 kg m2 \begin{aligned} I=\frac{1}{12} m l^{2} & =\frac{1}{12} \times 2 \times 1^{2} \\ & =0.167 \mathrm{~kg} \mathrm{~m}^{2}\end{aligned}

জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ টপিকের ওপরে পরীক্ষা দাও