বিশ্বগ্রাম ও ধারণা
কর্মসংস্থানের জন বর্তমানে- i) ঘরে বসেই কাজ পাওয়া যায় ii) ইন্টারনেট সুবিধা নেয়া যায় iii) বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় নিচের কোনটি সঠিক?
সবগুলোই সঠিক।
বর্তমানে প্রযুক্তির উন্নতি এবং ইন্টারনেটের বিস্তারের ফলে কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এর মধ্যে:
১.ইন্টারনেট সুবিধা নেয়া যায়: ইন্টারনেটের মাধ্যমে চাকরির বাজার অনুসন্ধান করা, আবেদন করা, কর্মসংস্থান সম্পর্কিত তথ্য পাওয়া এবং অনলাইন পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব।
২.ওয়েব সুবিধা পাওয়া যায়: ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে চাকরির সুযোগ সন্ধান, কাজের জন্য আবেদন করা এবং পেশাদার যোগাযোগ করা যায়।
৩.ঘরে বসেই কাজ পাওয়া যায়: অনেক কাজ এখন রিমোট বা ঘরে বসেই করা যায়। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি ঘরে বসেই করা সম্ভব।
এই সব সুবিধা কর্মসংস্থানের পরিসরকে আরও বিস্তৃত ও সহজতর করেছে, এবং বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ প্রদান করেছে।
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?
অর্থদন্ডে দন্ডিত হয়েছে এমন সফটওয়্যার কোম্পানি-
i) আমাজন
ii) গুগল
iii) ফেসবুক
নিচের কোনটি সঠিক?