আমি কিংবদন্তির কথা বলছি

কলমের সাথে আজ কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।' 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন চরণটি উদ্দীপকের কথাটিকে সমর্থন করে ?

উদ্দীপকে কলমকে স্টেনগান এর সাথে তুলনা করা হয়েছে অন্য দিকে উক্ত লাইনে কবিতাকে সশস্ত্র অভ্যুত্থানের সাথে তুলনা করা হয়েছে। যুদ্ধ যখন মুক্তির জন্য হয় তখন যুদ্ধ সুন্দর, সুন্দর ই কবিতা। কবিতা এবং কলম উভয় ই যুদ্ধ জয়ের হাতিয়ার হয়েছে এখানে। তাই উদ্দীপকের সাথে উক্ত লাইনের সাদৃশ্য রয়েছে

আমি কিংবদন্তির কথা বলছি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে

খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি,

লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত

অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি,

বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি

'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'

‘আমি কিংবদন্তির কথা বলছি’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-

i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য

ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকতা

iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?

আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীয়, যেন বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদে যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া। আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।