৫.২ অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ

কিউরিং-এ কোনটি ব্যবহৃত হয়?

CB 22

কিউরিং হল খাদ্য সংরক্ষণের অন্যতম একটি সংরক্ষণ ব্যবস্থা যেখানে খাদ্যে উপস্থিত পানির কনাসমূহ লবণ (কিউরিং এজেন্ট) দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা হয়৷কারণ এ সময় খাদ্যে কঠিন পদার্থের ঘনত্ব বেড়ে যায় এবং পানির ক্রিয়াশীলতা কমে যায়। এভাবে খাদ্যে পঁচনকারী অণুজীবের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়।

৫.২ অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ টপিকের ওপরে পরীক্ষা দাও