অংশীদারি ব্যবসার বিলোপসাধন

কীভাবে একটি অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটতে পারে ?

একটি অংশীদারি ব্যবসা নিচের সব ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্ত হতে পারে:

  1. সম্মতিক্রমে বিলোপসাধন:
    সব অংশীদারের সম্মতিতে ব্যবসা বন্ধ করা যায়।

  2. আদালত কর্তৃক বিলোপসাধন:
    কোনো অংশীদারের আবেদনে বা আইনি জটিলতায় আদালত থেকে বিলুপ্তির আদেশ আসতে পারে (যেমন: অংশীদারি আইন, ১৯৩২-এর ৪১ ধারা)।

  3. বাধ্যতামূলক বিলোপসাধন:
    অংশীদারের মৃত্যু, দেউলিয়াত্ব, সময়সীমা শেষ হওয়া, অবৈধ কাজ ইত্যাদি কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলোপ ঘটে।

অংশীদারি ব্যবসার বিলোপসাধন টপিকের ওপরে পরীক্ষা দাও