অংশীদারি ব্যবসার বিলোপসাধন
কীভাবে একটি অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটতে পারে ?
একটি অংশীদারি ব্যবসা নিচের সব ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্ত হতে পারে:
সম্মতিক্রমে বিলোপসাধন:
সব অংশীদারের সম্মতিতে ব্যবসা বন্ধ করা যায়।
আদালত কর্তৃক বিলোপসাধন:
কোনো অংশীদারের আবেদনে বা আইনি জটিলতায় আদালত থেকে বিলুপ্তির আদেশ আসতে পারে (যেমন: অংশীদারি আইন, ১৯৩২-এর ৪১ ধারা)।
বাধ্যতামূলক বিলোপসাধন:
অংশীদারের মৃত্যু, দেউলিয়াত্ব, সময়সীমা শেষ হওয়া, অবৈধ কাজ ইত্যাদি কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলোপ ঘটে।
অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা ২ জনের কম হলে অংশীদারি আইনের কত ধারা অনুযায়ী বিলোপ সাধন করা হয়?
অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে।
অংশীদারী ব্যবসায় চুক্তির মাধ্যমে বিলোপ সাধন সম্পর্কে আইনের কত ধারায় বলা হয়েছে -
অংশীদারি আইনের কত ধারা অনুসারে অংশীদারি কারবার আদালত কর্তৃক বিলোপ সাধিত হয়?