২.৪ সমানুকরণ : জ্যামিতিক ও আলোক সমানুতা
কোনটিকে গতিশীল কার্যকরী মূলক সমাণুতা বলা হয়?
টটোমারিজম হল বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানুতা যেখানে সমানুসমূহ সাধারন অবস্থায় স্বতঃস্ফুর্তভাবে সম্পূর্ণ ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট শ্রেনি যৌগে রুপান্তরিত হয়। এক্ষেত্রে উভয় সমানুর মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। এজন্য টটোমারিজম কে গতিশীল কার্যকরী মূলক সমানুতাও বলা হয়।