শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
কোনটিকে বায়ু দূষণের নির্দেশক হিসেবে ধরা হয়?
লাইকেন বায়ু দূষণের ভাল নির্দেশক। লাইকেন SO2 ( সালফার ডাই অক্সাইড) এর প্রতি সংবেদনশীল। তারা SO2 এর বেশি ঘনত্বে মারা যায়। তাই সেসব এলাকায় (দূষিত এলাকা) পাওয়া যায় না যেখানে SO2 এর ঘনত্ব বেশি সেখানে লাইকেন থাকে না ।
লাইকেন থেকে কী পাওয়া যায়?
বায়ুদূষক নির্দেশক কোনটি?
ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়।
X ও Y দুটি উদ্ভিদ। X উদ্ভিদটি সমাঙ্গদেহী ও স্বভোজী। Y উদ্ভিদটির অধিকাংশ সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। X ও Y মিলিত হয়ে পৃথক নতুন উদ্ভিদ সৃষ্টি করে।