শৈবাল ও ছত্রাকের সহাবস্থান

কোনটিকে বায়ু দূষণের নির্দেশক হিসেবে ধরা হয়?

লাইকেন বায়ু দূষণের ভাল নির্দেশক। লাইকেন SO2 ( সালফার ডাই অক্সাইড) এর প্রতি সংবেদনশীল। তারা SO2 এর বেশি ঘনত্বে মারা যায়। তাই সেসব এলাকায় (দূষিত এলাকা) পাওয়া যায় না যেখানে SO2 এর ঘনত্ব বেশি সেখানে লাইকেন থাকে না ।

শৈবাল ও ছত্রাকের সহাবস্থান টপিকের ওপরে পরীক্ষা দাও