৩.১৭ ফাজান এর নীতি

কোনটি অ্যানায়নকে অধিক পোলারিত করবে ?

ড মোঃ মমিনুল হক / ড মোহাম্মদ আবু ইউসুফ ও আনিকা অনি

ফাজানের নীতি অনুযায়ী ক্যাটায়নের আকার ছোট হলে সেটি অ্যানায়নকে পোলারায়িত করার ক্ষমতা বেশি থাকে তাই 𝐴𝑙+ এর পোলারায়ন ক্ষমতা বেশি।কিন্তু এটা উত্তর হবে না কারন ফাযানের নীতি অনুসারে আয়নের e বিন্নাসে যদি d অরবিটাল থাকে তাহলে সেটি বেশি পলারায়িত হয়।তাই Fe3+ এ d অরবিটাল থাকে তাই এটি উত্তর হয়।

৩.১৭ ফাজান এর নীতি টপিকের ওপরে পরীক্ষা দাও