৩.৫ মৌলের অক্সাইডের অম্ল ক্ষারক ধর্ম

কোনটি নিরপেক্ষ অক্সাইড?

CUET 10-11

যেসব অক্সাইড এসিড ও ক্ষার কোনটির সঙ্গে বিক্রিয়া করে না তাদেরকে নিরপেক্ষ অক্সাইড বলে। যেমনঃ কার্বন-মনোক্সাইড (CO), নাইট্রাস অক্সাইড (N₂O), নাইট্রিক অক্সাইড (NO) ইত্যাদি। এসব অক্সাইড এসিড ও ক্ষার কোনটির সঙ্গে বিক্রিয়া করে না।

৩.৫ মৌলের অক্সাইডের অম্ল ক্ষারক ধর্ম টপিকের ওপরে পরীক্ষা দাও