৪.৯ তড়িৎদাড় ও এর প্রকারভেদ
কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার?
প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার (Primary Reference Electrode) : প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে (Standard Hydrogen Electrode, S.H.E) প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার (S.H.E) দ্বারা অন্যান্য তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়।
Pt, H2/H+ এর সঙ্গে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক্যালোমেল তড়িদ্দ্বারে নিচের কোনটি ব্যবহার করা হয়?
কার্বন তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের অম্লায়িত জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে নিম্নের কোনটি ঘটে?
কোনটি সঠিক?
যে তড়িৎদ্বার-এ জারণ ঘটে তাকে বলা হয়-