প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
কোনটি মাছ ?
ভেটকি এক ধরনের সামুদ্রিক মাছ।এটি কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের Actinopterygii শ্রেণির অন্তর্ভুক্ত।
চিংড়ি আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী।একে মাছ বলা হলেও এটি মাছ নয়।
জেলিফিশ নিডারিয়া পর্বের প্রাণী।এটি সামুদ্রিক প্রাণী।এ পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলে।