রক্ত ও রক্ত কণিকা
কোনটি রক্তকণিকা নয়?
তরুণাস্থির কোষগুলোকে কনড্রোসাইট বলা হয়।
এরিথ্রোসাইট,লিউকোসাইট,থ্রম্বোসাইট এরা হলো রক্তকণিকা।এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরক্ষায় অংশ নেয় এবং অনুচক্রিকা রক্ত তঞ্চণে ভূমিকা পালন করে থাকে।