ডেটাবেজের ধারণা ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
কোনটি Memo জাতীয় ডেটা ?
মেমো (Memo):
Memo, Text এর পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এ ফিল্ড ব্যবহার করা হয়। এ ফিল্ডের ধারণ ক্ষমতা কম্পিউটার ডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। সাধারণত এ ফিল্ডে ৬৫,৫৩৬টি ক্যারেক্টর লেখা যায়।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্রধান কাজ হচ্ছে-
i. ডেটাবেজ তৈরি করা
ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা
iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক?
RDBMS সফটওয়্যার হচ্ছে-
i. MS-Access
ii. MS-Excel
iii. MySQL
নিচের কোনটি সঠিক?
Group Header কী?
Relationnal data model অনুসরণ করে (i)IBM (ii)Oracle (iii)Microsoft নিচের কোনটি সঠিক ?