ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য

কোনটি Riccia -র স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে?

আজিবুর স্যার

Riccia-র স্পোরোফাইটিক পর্যায় (Sporophytic Stage of Riccia )

জাইগোট (2n) স্পোরোফাইটিক পর্যায়ের সূচনা করে। এটি কোনো বিশ্রাম দশা অতিবাহিত না করে আর্কিগোনিয়ামের উদরে অবস্থানকালে সরাসরি বিভক্ত হয়ে বহুকোষী ভ্ৰূণ উৎপন্ন করে। এ সময়ে জাইগোট কোষটি প্রথমে লম্বাভাবে ও পরে প্রস্থ বরাবর বিভক্ত হয়ে ৮ কোষী অবস্থা প্রাপ্ত হয়। পরবর্তীতে এটি পরিধির সাথে সমান্তরালভাবে বিভক্ত হয়ে বহিঃস্থ অ্যাম্ফিথেসিয়াম ও অন্তঃস্থ এন্ডোথেসিয়াম স্তরে বিভক্ত হয়। অ্যাম্ফিথেসিয়াম স্তর হতে রেণুধরের আবরণী ও এন্ডোথেসিয়াম হতে স্পোরোজেনাস কোষ উৎপন্ন হয়। Riccia স্পোরোফাইট অতি সরল বা আদিম প্রকৃতির।

ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও