ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য
কোনটি Riccia -র স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে?
Riccia-র স্পোরোফাইটিক পর্যায় (Sporophytic Stage of Riccia )
জাইগোট (2n) স্পোরোফাইটিক পর্যায়ের সূচনা করে। এটি কোনো বিশ্রাম দশা অতিবাহিত না করে আর্কিগোনিয়ামের উদরে অবস্থানকালে সরাসরি বিভক্ত হয়ে বহুকোষী ভ্ৰূণ উৎপন্ন করে। এ সময়ে জাইগোট কোষটি প্রথমে লম্বাভাবে ও পরে প্রস্থ বরাবর বিভক্ত হয়ে ৮ কোষী অবস্থা প্রাপ্ত হয়। পরবর্তীতে এটি পরিধির সাথে সমান্তরালভাবে বিভক্ত হয়ে বহিঃস্থ অ্যাম্ফিথেসিয়াম ও অন্তঃস্থ এন্ডোথেসিয়াম স্তরে বিভক্ত হয়। অ্যাম্ফিথেসিয়াম স্তর হতে রেণুধরের আবরণী ও এন্ডোথেসিয়াম হতে স্পোরোজেনাস কোষ উৎপন্ন হয়। Riccia স্পোরোফাইট অতি সরল বা আদিম প্রকৃতির।
রওনক একাদশ শ্রেনীর ছাত্র। সে একদিন তার বাড়ির পাশের পাটক্ষেতের জমিতে চক্রাকার সবুজ দ্যাগ্র শাখান্বিত এক ধরণের থ্যালয়েড উদ্ভিদ জন্মাতে দেখতে পেল।
রওনকের সংগৃহীত নমুনাটি কোন শ্রেণির উদ্ভিদ?
ব্রায়োফাইটা জন্মায় -
নিচের কোনটি সঠিক?
ব্রায়োফাইট উদ্ভিদে-
নিচের কোনটি সঠিক?
ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি ?