পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি

কোনো আয়তাকার ব্লেডের দৈর্ঘ্য 0.03 m ও প্রস্থ 0.01 m। একে পানির উপরিতল থেকে টেনে তুলতে কত বল প্রয়োজন? [পানির পৃষ্ঠটান =72×103 Nm1=72\times{10}^{-3}\ {\rm Nm}^{-1}]

F=T×2(l+b)=72×103×2(0.03+0.01)=5.76×103NF=T\times2\left(l+b\right)=72\times{10}^{-3}\times2\left(0.03+0.01\right) =5.76\times{10}^{-3}N

পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

আণবিক তত্ত্ব ব্যাখ্যা করে -

পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হল।তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল।পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস 4×10-7m । এরকম আঁটটি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরী করা হল।পানির পৃষ্ঠটান 72×10-3 N/m হলে,

(i)বড় পানি ফোঁটার ব্যাস কত? 

(ii)পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?

একটি তরলের ফোঁটা ভেঙ্গে 125 টি ফোঁটা তৈরি করতে কত শক্তি দরকার? [তরলের তলটান T ধরতে হবে]

তার্পিন তেলের পৃষ্ঠ টান27×103 N/m27\times10^{-3}\ N/mএবং ঘনত্ব0.87×103 kg/m30.87\times103\ kg/m^3। যদি5.8×105 m5.8\times10^{-5}\ mব্যাসের একটি কৈশিক নলের পাত্রের সাথে স্পর্শ কোণ22°22°হয়, তবে নলটিতে তার্পিন তেল কত উচ্চতায় উঠবে নির্ণয় কর।