চৌম্বকের সাহায্যে শক্তি ও চৌম্বক ফ্লাস্ক

কোনো কুণ্ডলীতলকে অতিক্রমকারী চৌম্বকক্ষেত্র রেখার সংখ্যাকে বলা হয় ঐ কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট—

তপন স্যার

চৌম্বক ফ্লাক্স : কোনো স্থানে একটি চুম্বককে রেখে দিলে বা একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কোনো স্থানে একটি তারের কুণ্ডলী বা লুপ স্থাপন করা হলে কয়েকটি ক্ষেত্ররেখা এই কুণ্ডলীকে অতিক্রম করবে। কুণ্ডলীকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখাকে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। অন্যভাবে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে।

চৌম্বকের সাহায্যে শক্তি ও চৌম্বক ফ্লাস্ক টপিকের ওপরে পরীক্ষা দাও