বর্তনী

কোনো নিরাপত্ত ফিউজ এর গায়ে 5A ফিউজ লেখা থাকলে তার অর্থ-

i. কোনো বর্তনীতে যুক্ত করলে তা 5A পর্যন্ত তড়িৎপ্রবাহ সহ্য করতে পারে

ii. 5A এর অধিক প্রবাহমাত্রায় ফিউজ গলে বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করে

iii. ফিউজটি সরবরাহ লাইনের সাথে সমান্তরালে যুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?

MB 21,CTG.B 21

কোনো নিরাপত্তা ফিউজের গায়ে "5A ফিউজ" লেখা থাকলে তার অর্থ হলো এই ফিউজটি সর্বোচ্চ ৫ অ্যাম্পিয়ার (A) পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ সহ্য করতে সক্ষম। যদি প্রবাহিত বিদ্যুৎ এর পরিমাণ ৫ অ্যাম্পিয়ার অতিক্রম করে, তাহলে ফিউজটি পুড়ে যাবে (সার্কিট ভেঙে দেবে) এবং অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে সৃষ্ট ক্ষতি থেকে বৈদ্যুতিক সিস্টেম বা ডিভাইসকে রক্ষা করবে।

বর্তনী টপিকের ওপরে পরীক্ষা দাও