জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ
কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কীসের ওপর?
জানার বিষয় : জড়তার ভ্রামক নির্ভর করে-
ঘূর্ণন অক্ষের অবস্থানের ওপর।
. দৃঢ় বস্তুর আকৃতির ওপর।
ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের ওপর।
AB দণ্ডটি XY অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল। দণ্ডের মোট দৈর্ঘ্য এবং মোট ভর 2kg।
চিত্র-ক এর জড়তার ভ্রামক I1 এবং চিত্র-খ এর জড়তার I2 ভ্রামক হলে, কোনটি সঠিক?
চিত্রে 500 gm ভরের AB সরু দণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ PQ এর সাপেক্ষে প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে।
১ম চিত্রে, AB দণ্ডের লম্ব বরাবর CD অক্ষের সাপেক্ষে এবং ২য় চিত্রে, চাকতি তলের ব্যাস বরাবর XY অক্ষের সাপেক্ষে ঘুরছে। দণ্ড এবং চাকতির ভর 5 kg। চাকতির ব্যাস 20 cm। দণ্ড এবং চাকতির ঘূর্ণন যথাক্রমে 200 rpm এবং 250 rpm।
১ম চিত্রে:
চিত্রে সরু ও সুষম দন্ডের ভর M এবং দৈর্ঘ্য L ।
দন্ডটির dx অংশের ভর কোনটি ?