উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ও আধুনিক মতবাদসমূহ
কোন আয়নের উপস্থিতি K আয়নের শোষণকে বাধাগ্রস্থ করতে পারে?
দেহের অভ্যন্তরে বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিভিন্ন প্রকার খনিজলবনের অংশগ্রহণ প্রয়োজন পড়ে।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে, উদ্ভিদের জন্য অত্যাবশকীয় ১৭টি উপাদান মাটি হতে উদ্ভিদ শোষন করে। যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলোকে ম্যাক্রোমৌল বলে, আর যে মৌল গুলো অপেক্ষাকৃত কম পরিমানে লাগে সেগুলোকে মাইক্রোমৌল বলে।
ম্যাক্রোমৌল হচ্ছে হাইড্রোজেন, কার্বন,অক্সিজেন, নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার।
মাইক্রোমৌল গুলো হচ্ছে ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার,সোডিয়াম মলিবডেনাম।
বাঁধাগ্রস্ততার কারন:
১)Ca, Mg আয়নের উপস্থিতি K আয়নের শোষণের বাধাগ্রস্থ করতে পারে।
২। Ca এর উপস্থিতিতে Mg এর শোষণ বাধাগ্রস্থ হয়।
৩। সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে Na+ ভেতর থেকে বাহির এবং K+ বাহির থেকে ভেতরে প্রবেশ করে।