৫.৫ সাসপেনশন, কোয়াগুলেশন
কোন আয়নের কোয়াগুলেশন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জ সংখ্যার সমানুপাতিক অর্থাৎ কোয়াগুলেন্ট আয়নের চার্জ সংখ্যা যত বাড়ে এর কোয়াগুলেশন ক্ষমতাও ত্ত বাড়ে। অর্থাৎ, চার্জ বেশি হলে কোয়াগুলেশন বেশি।
এখানে Al3+ এর চার্জ বেশি।