বাংলাদেশের জনসংখ্যা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?
গারো উপজাতিদের আবাসস্থল মূলত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, সুনামগঞ্জ ও সিলেট।বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। প্রদত্ত প্রশ্নে ‘বিরিশি’ ভুল বানানটি দেওয়া হয়েছে। এর সঠিক বানান ‘বিরিশিরি’।