বিশ্বগ্রামের ধারনা
কোন উপাদানটি গ্লোবালভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ইন্তারনেট।কারণ গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীটাকেই একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়।
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
প্রশাসনের তথ্য ও প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?