জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জিন ক্লোনিং
কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়?
রেস্ট্রিকশন এনজাইম : যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইম কে রেস্ট্রিকশন এনজাইম বলে। রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে ইনস্যুলিন জিন এর মাপে প্লাসমিডের নির্দিষ্ট অংশ কর্তন করা যায়।
বি.দ্র: লাইগেজ দ্বিখন্ডিত ডিএনএ অণুকে ATP এর সহায়তায় জুড়ে দেয়; লাইগেজ লিপিড খাদ্য ভেঙে ফেলে; প্রাইমেজ প্রাইমার কে স্ট্যান্ড এর সাথে যুক্ত করে।