৪.১১ অ্যাসিড ক্ষার তীব্রতা ও বিয়োজন ধ্রুবক
কোন এসিডটি অপেক্ষাকৃত সবল?
কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি এসিড তত তীব্র। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট এসিড তত তীব্র।
HNO3 এ Nএর জারন মান+5।
H3PO4 এ Pএর জারন মান+5।
N ছোট মৌল হওয়া বেশী অম্লীয় HNO3.