হাইড্রার গঠন
কোন কোষের কারণে Hydra কে অমর প্রাণী বলা হয়?
ইন্টারস্টিশিয়াল কোষের কাজ :
(i) এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়।
(ii) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয় ।
(iii) প্রতি ৪৫ দিন অন্তর অন্তর Hydra-র দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়।কোষের এ বৈশিষ্ট্যকে টটিপোটেন্ট (totipotent) বলে।