২.১১ ইথার, কার্বনিল যৌগ: অ্যালডিহাইড, কিটোন
কোন জৈব যৌগে H নেই?
এরূপে বেনজিন অণুর ছয়টি H পরমাণুকে ছয়টি CI পরমাণু দ্বারা প্রতিস্থাপনে হেক্সাক্লোরো বেনজিন উৎপন্ন হয়। এটির অণুতে কোনো H পরমাণু নেই। পশুর ও মানুষের লিভার, কিডনির ক্ষতি করে এবং ক্যান্সার সৃষ্টি করে। এজন্য fungicide বা, ছত্রাক বিনাশকরূপে 1945 থেকে 1966 পর্যন্ত এটি ব্যবহৃত হলেও বর্তমানে পরিবেশ দূষকরূপে এটির ব্যবহার নিষিদ্ধ।
'A' একটি চার কার্বনবিশিষ্ট অসম্পৃক্ত জৈব যৌগ Zn -এর উপস্থিতিতে, ওজোনোলাইসিস করলে কিটোন (B) ও অ্যালডিহাইড (C) পাওয়া গেল।
ও যৌগগুলোর ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক?
উদ্দীপক মতে
A হ্যালোফর্ম বিক্রিয়া দেয়
B- ক্যানিযারো বিক্রিয়া দেয়না
M এর সাথে HBr এর যুত বিক্রিয়ায় মার্কনিকভ সূত্র প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?