২.১১ ইথার, কার্বনিল যৌগ: অ্যালডিহাইড, কিটোন

কোন জৈব যৌগে H নেই?

হাজারী এবং নাগ,হাজারী এবং নাগ স্যার,MAT 23-24,DAT 22-23

এরূপে বেনজিন C6H6C_6H_6 অণুর ছয়টি H পরমাণুকে ছয়টি CI পরমাণু দ্বারা প্রতিস্থাপনে হেক্সাক্লোরো বেনজিন C6Cl6C_6Cl_6 উৎপন্ন হয়। এটির অণুতে কোনো H পরমাণু নেই। C6Cl6C_6Cl_6 পশুর ও মানুষের লিভার, কিডনির ক্ষতি করে এবং ক্যান্সার সৃষ্টি করে। এজন্য fungicide বা, ছত্রাক বিনাশকরূপে 1945 থেকে 1966 পর্যন্ত এটি ব্যবহৃত হলেও বর্তমানে পরিবেশ দূষকরূপে এটির ব্যবহার নিষিদ্ধ।

২.১১ ইথার, কার্বনিল যৌগ: অ্যালডিহাইড, কিটোন টপিকের ওপরে পরীক্ষা দাও