এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ

কোন টিস্যু সাধারণ ভাইরাসমুক্ত -

 ত্বক বা এপিডার্মিসের কাজ

১. এপিডার্মিসের প্রধান কাজ ভেতরে অবস্থিত সকল প্রকার টিস্যুকে বাইরের আঘাত, প্রতিকূল আবহাওয়া, পরিবেশ এবং জীবাণুর আক্রমণ হতে রক্ষা করা।

২. এপিডার্মিসে অবস্থিত পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে।

৩. মোম ও কিউটিকলের স্তর থাকায় তা প্রস্বেদন হ্রাস করে।

৪. মূল ত্বকের মূলরোম পানি ও খনিজ লবণ শোষণ করে।

৫. পানি ও নানা বর্জ্য পদার্থ সঞ্চয় করে।

৬. অনেক সময় ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক খাদ্য তৈরি করে।

৭. ত্বকীয় কোষ কখনও কখনও ক্ষতস্থান পূরণ করে।

৮. বিষাক্ত গ্রন্থিযুক্ত রোম বিশিষ্ট ত্বক বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। 

এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও