পরিকেন্দ্র,ভরকেন্দ্র,লম্বকেন্দ্র ও অন্তকেন্দ্র
কোন ত্রিভুজের অন্তঃস্থ কোণত্রয়ের সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে কি বলে?
পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্খিন্ডক গুলোর ছেদবিন্দু।
লম্ববিন্দুঃ শীর্ষ হতে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লব্ধ গুলোর ছেদবিন্দু।
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকগুলোর চেদবিন্দু
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দু।
P, Q, R বলত্রয় এর লম্ব কেন্দ্র হতে যথাক্রমে YZ, ZX ও XY বাহুর উপর লম্বভাবে ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে।
আবার বলত্রয় যথাক্রমে X, Y, Z বিন্দুতে সদৃশ সমান্তরালভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি ত্রিভুজটির অন্ত:কেন্দ্রে ক্রিয়া করে।
P, Q, R বলত্রয় সমমুখী সমান্তরালভাবে ক্রিয়ারত।
দৃশ্যকল্প-১: কোনো বিন্দুতে কার্যরত মানের বলগুলোর দিক একইক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল।